Wellcome to National Portal

বাগেরহাট প্রধান ডাকঘর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম  “ডাক সেবার আধুনিকায়ন, গ্রাম-শহরের সম্মিলন” *  “পোস্ট অফিসে আসুন,  ট্রাকিং/ট্রেসিং ও এসএমএস সুবিাধাসহ  ডিজিটাল ডাক সেবা গ্রহণ করুন”  *  দ্রুততম ও “সাশ্রয়ী মূল্যে দেশের অভ্যন্তরে চিঠিপত্র ও ডকুমেন্টস প্রেরণ করতে জিইপি সেবা গ্রহণ করুন”  *  “সাশ্রয়ী মূল্যে বিশ্বের বিভিন্ন দেশে চিঠি এবং পার্সেল প্রেরণ করতে EMS সেবা গ্রহণ করুন”  *  “ডাক জীবন বীমা একমাত্র রাষ্ট্রীয় বীমা, প্রিমিয়াম কম, আয়কর রিবেট পাওয়া যায়”

Main Comtent Skiped

List of Services

প্রদানকৃত সেবা সমুহ :-

গ্রাহকগণকে অফিস চলাকালীন সময়ে কাউন্টারের জন্য নির্ধারিত সময় পর্যন্ত মূল ও এজেন্সি সার্ভিস সমুহ সরাসরি প্রদান করা হয়।

 

১) মুল সার্ভিস :-

                * সাধারণ চিঠিপত্র

                * রেজিঃ চিঠিপত্র

                * জিইপি

                * ইএমএস

                * সাধারণ মানি অর্ডার

                * ওয়ের্স্টান ইউনিয়ন মানি ট্রান্সফার

                * ইএমটিএস(ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস)(ডিজিটাল)

                * পোস্টাল ক্যাশ কার্ড(ডিজিটাল)

                * পার্সেল সার্ভিস

                * ভিপিপি

                * ভিপিএল

                * ডাক টিকিট বিক্রয়

                * ডাকদ্রব্য গ্রহণ,প্রেরণ ও বিলি বন্টন।

 

এজেন্সি সার্ভিস :-

                 * ডাক জীবন বীমা

                 * সঞ্চয় ব্যাংক (সাধারন ও মেয়াদী হিসাব), সঞ্চয়পত্র বিক্রয়, মুনাফা প্রদান ও ভাঙ্গানো

                 * ব্যান্ডারোল মুদ্রণ ও বিক্রয়

                 * সরকারের সকল প্রকার নন-পোস্টাল টিকিট মুদ্রণ ও বিতরণ

                 * সরকারি সিদ্ধান্তক্রমে অন্য যে কোন সেবা।

 

দ্রষ্টব্য :- উক্ত সকল সেবাসমুহ কাউন্টারে সাপ্তাহিক এবং সরকারী সাধারণ ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ০৯:০০

           ঘটিকা হতে ০২:৩০ ঘটিকা পর্যন্ত পাওয়া যায়।